মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার গভীর রাতে উপজেলার উজানচর মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বৃহস্পতিবার উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.সেলিম মিয়া বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৎস্য প্রজেক্ট এর মালিক মো. সেলিম মিয়া বলেন আমি ৪ বিঘা জমি নিয়ে আজ ৩ বছর যাবৎ মৎস্য প্রজেক্ট চালু করি। এখানে রুই, কাতলা, কার্প, সরপুটি,বিগ্রেড, সিলভারকাপ, তেলাপিয়া, আইড় টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি। বর্তমানে মাছ গুলি ৭/৮ কেজি ওজনের বড় হয়েছে । মাছ বিক্রি করার সময় হয়েছে, কিছু দিনের মধ্যে মাছ বিক্রি করার পরিকল্পনা করেছি,ঠিক সেই মূহুর্তে আমার এই ক্ষতিটা করলো, কিছু দিন হয় আমার বাড়ীতে চুরির ঘটনা ঘটিয়েছে, পূর্ব শক্রতার জেরে আমার একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে।
গত বুধবার গভীর রাতে প্রজেক্টে আমার শ্রমিক হরকুমার গিয়ে দেখতে পায় এ প্রজেক্টের অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে,এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। থানার এস আই নাসের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাঞ্ছারামপুর মডেল থানার এস আই নাসের বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি । তদন্ত চলছে, তদন্ত শেষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে ।