মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া(প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের মধ্য পাড়া অহিদ মিয়ার মাঝারো ছেলে আলা উদ্দিন (৩০) আজ সোমবার দুপুর ২ ঘটিকার সময়
বিদ্যুৎপৃষ্ট হয়ে অকাল মৃত্যু হয়েছে।
একই সাথে নয়া পাড়ার কল্লাহ পান বেপারির ছেলে সাগর মিয়া নামের ১জন আহত হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত আলা উদ্দিন রিকসা চালিয়ে তার বাড়ীর পাশে গেলে দেখ যে বিদ্যুৎ এর তার ছিঁড়ে রাস্তায় পড়ে আছে আর আহত সাগর বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়েছে, তাই দেখে সাগরকে বাঁচাতে আলা উদ্দিন ও বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে উপস্থিত জনতা তার থেকে মুক্ত করার অনেক চেষ্টা করে। আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আলা উদ্দিনকে মৃত বলে ঘোষনা করেন।
আলা উদ্দিনের দুটি শিশু সন্তান রয়েছে, বড় ছেলের নাম তানভীর বয়স ১০বছর ছোট ছেলে রিফাত বয়স ৫ বছর। পিতা মাতা, তিন ভাই, ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে তার। অকাল অনাকাঙ্খিত এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সোনারামপুর ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ অসংখ্য লোক মৃতের বাড়ীতে উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছেন। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
উল্লেখ্য, প্রতিবেশী আলমগীর হোসেন বলেন,নিহত আলা উদ্দিন একজন দিন মজুর রিকসা চালিয়ে খুব কষ্ট করে স্ত্রী পুত্র নিয়ে কোন রকমে সংসার চালাইতো,এখন তো আলা উদ্দিনের সংসারে রোজগারের কেউ নেই,কি হবে এই পরিবারের।
আলা উদ্দিনের অকাল মৃত্যতে শিবপুরবাসী মৃতের বাড়ীতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সকলকে শান্তনা দিয়েছেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন