মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১৯শে এপ্রিল সকাল ১০টায় বাঞ্ছারামপুর উপজেলা কৃষকলীগের একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বাঞ্ছারামপুর উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো.রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া (বকুল),বাঞ্ছারামপুর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কবির হোসেন, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া।
এসময় অতিথিরা বক্তব্যে বলেন, কৃষকলীগ একটি গুরুত্বপূর্ণ সংগঠন। কৃষকলীগ সাধারণ মানুষের কথা বলে এবং পাশে থাকে। এই সংগঠন বিশেষ করে কৃষকদের উন্নয়নে, স্বার্থ আদায়ে কাজ করে থাকে। এই লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে কৃষকলীগ গঠন করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদেরকে বিভিন্নভাবে ভুতর্কি দিয়ে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুতরাং এই সংগঠনকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাধারা বাংলাদেশের কৃষকের উন্নয়ন করা। তিনি বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব ঘটাতে কৃষকলীগের নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এসময় আরো উপস্হিত ছিলেন,পৌর যুবলীগের সভাপতি মো.কামাল মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ।উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল জলিল, আব্দুর রউফ (রব্বান) সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মো.রুমান মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মো.কাজী ফরিদ, উজানচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.অলেক মিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন (কালা) মেম্বার, মানিকপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মানিক মিয়া, আইয়ূবপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন মেম্বার, ছলিমাবাদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.মনির মিয়া, পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো.হোসেন মিয়া, কৃষকলীগের প্রতিটি ইউনিয়নের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।