মো.নাছির উদ্দিন -বাঞ্ছারামপুর-প্রতিনিধিঃ “স্বপ্ন মোদের দু’চোখ ভরা, বুধাইর কান্দি গ্রাম হবে সবার সেরা”, এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইর কান্দি গ্রামের প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ নিজ গ্রামের ১৪ টি জামে মসজিদের ইমামদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বুধাইর কান্দি রহমানিয়া দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার মাওলানা মো.সামছুল হক সাহেবের মাধ্যমে গ্রামের মসজিদের সকল ইমামদেরকে প্রবাসী সংগঠনের ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এই সময় উপস্হিত ছিলেন প্রবাসী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাবুদ্দিন ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,সংগঠনের নিযুক্ত ক্যাশিয়ার, মো.শহীদুল ইসলাম,এস এম বরকত উল্লাহ শাহীন, ডা.সাদেকুর রহমান উজ্জ্বল,মো.সাইজুদ্দিন শাজু, সাংবাদিক মো.নাছির উদ্দিন,আহসান উল্লাহ, সিপন,জামাল, শাহাবুদ্দিন প্রমূখ।
বুধাইর কান্দি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোক্তাগণ ডেইলি নিউজ একাত্তর কে বলেন মানব সেবাই আমাদের মুল লক্ষ্য আমরা আছি একঝাঁক তরুণ, সকল মানুষের বিপদে পাঁশে থেকে এই সংগঠন কাজ করে যাবে, সামনে পবিত্র ঈদুল ফিতর, আমাদের পরিকল্পনা অসহায় মানুষের জন্য ঈদে মোরগ, পোলার চাউল, সয়াবিন তৈল, চিনি, সেমাই দেওয়ার প্রস্তুতি আমরা নিয়েছি।ইতোমধ্যে সয়াবিন তেল ও পোলার চাউল আমরা কিনে নিয়েছি, বাকী সদাই কিনে ঈদের আগের দিন দেওয়ার প্রস্তুতি রয়েছে, সেই জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এই সংগঠনের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান।