মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর (প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নগরীরচর গ্রামের উদ্যোগে রক্তিম বন্ধন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
জানা যায় নগরীরচর রক্তিম বন্ধন নামে সংগঠনের প্রথম পথ চলা শুরু হয়, গত ১ নভেম্বর ২০১৭ সাল,সামাজিক উন্নয়নের জন্য এই সংগঠন কাজ করছে। ছোট খাটো একটা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের মাধ্যমে রক্তিম বন্ধন এর কাজ শুরু হয়।
১। প্রধান কাজ হলো অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
২।অসহায় পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনার দায়িত্ব।
৩।অসহায়কে শীত বস্ত্র বিতরণ।
৪।রমজান মাসে ইফতার সামগ্রী।
৫।প্রতিটি ঈদে চিনি,সেমাই, তেল,মুরগি চাউল সামগ্রী।
৬।যাদের ঘরে বিদ্যুৎ নাই, তাদের ঘরে বিদ্যুৎ এর আলো জ্বেলে দেওয়া।
৭।রাস্তাঘাট মেরামত করা।
৮। গ্রাম হবে আর্বজনা মুক্ত হবে পরিষ্কার-পরিচ্ছন্ন
৯। সমাজ হবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত।
১০।সেচ্ছায় করিবো রক্তদান।
উন্নয়ন মূলক কাজে রক্তিম বন্ধন এগিয়ে চলছে।
১১।জনকল্যাণে একঝাঁক নিবেদিত কর্মী।
স্ব-ইচ্ছায় কাজ করে যাচ্ছেন এলাকার এই সংগঠনের নিরলস কর্মীরা, এই কার্যক্রম চলমান এই সংগঠন আরো অনেক দূর এগিয়ে যাবে।
দুস্থ্য-অসহায় মানুষের কষ্ট মুছে দেওয়া ও জনস্বার্থে রক্তিম বন্ধন
অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করা।
বাঞ্ছারামপুর উপজেলা বাংলাদেশ কৃষক লীগ নগরীরচর এই রক্তিম বন্ধন সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে সংগঠনের সেবামূলক কাজের বেশ প্রশংসা করেন।