বাগেরহাটে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে বনভোজনের গাড়ির ধাক্কায় ২ যাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছেন।শুক্রবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।নিহতরা হলেন, মকবুলের ছেলে গরীব উল্লাহ (৪০) ও কাশেমের ছেলে কিবরিয়া (২২)।আহতরা হলেন, রিয়াজের ছেলে বছির (৪০), মোহর আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৫) এবং আরিফুল (২২)।হতাহত সবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তৃবেনী গ্রামে। এরা কুষ্টিয়ার গড়াই পরিবহনের একটি বাসে ষাটগম্বুজ, খানজাহান আলী (রহঃ) মাজার ও সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্য বাগেরহাট আসছিলেন।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, ভোরে ঝিনাইদহ থেকে বাগেরহাটগামী গড়াই পরিবহনের একটি বাস খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরীব উল্লাহ নামে এক যাত্রী নিহত হয়। আহত হন আরও ৫ জন। এদের মধ্যে কিবরিয়া ও বছিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কিবরিয়া মারা যায়। অন্য আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত যাত্রীদের মরদেহ কাটাখালি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান এ কর্মকর্তা।##
বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তপন কুমান বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আহমেদ, বাগেরহাট মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তালুকদার রীনা সুলতানা, নারী নেত্রী জয়ীতা রিজিয়া পরভিন,এ্যাডভোকেট শরিফা হেমায়েত প্রমুখ। র্যালীতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখক নারী অংশ নেন। ##
এইচ এম মইনুল ইসলাম
বাগেরহাট ।