ইরাকজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ দমনে রাজধানী বাগদাদে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছেন প্রায় ১৫০ জন। সরকারের দুর্নীতি ও বেকারত্ব বাড়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা রাজধানীর সব প্রধান সড়ক বন্ধ করে দেয়। বিক্ষুব্ধদের দমনে কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ। বুধবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে আরও তিন শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি করে প্রশাসন। কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সুবিধা। এক বছর আগে প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি দায়িত্ব নেয়ার পর ইরাকে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।