চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। দেশটির নারী ক্রিকেট দল ছয়টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণের লক্ষ্যে ২০ অক্টোবর দেশ ত্যাগ করবে। এই সফরের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ।
নিদা দারকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ দল ঘোষণা করা হয়।
ঘোষিত দলে চমক হিসেবে সুযোগ পেয়েছেন ইরাম জাভেদ। দীর্ঘ ১ বছর পর পুনরায় দলে ফিরেছেন তিনি। পাকিস্তানের জার্সিতে সর্বশেষ ২০২২ সালে কমনওয়েলথ গেমসে খেলেছিলেন তিনি। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা শাওয়াল জুলফিকার এবং সৈয়দা আরুব শাহ। আর ইনজুরি কারণে স্কোয়াডে জায়গা হয়নি ফাতিমা সানার।
পাকিস্তান স্কোয়াড :
নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।
নন-ট্রাভেলিং রিজার্ভ : আম্বার কায়নাত, ওমাইমা সোহেল এবং সিদরা নেওয়াজ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম