বিনোদন ডেস্কঃ শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী চলছে অনুষ্ঠান। ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ৩য় দিনের অনুষ্ঠান।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করেন একাডেমির সাবেক সচিব মো. আছাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট কবি ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানের শুরুতেই মো. রফিকুল আলম এর কণ্ঠে ‘মুজিবের থেকে পৃথিবীর পর্বতই উচু নয়’ শিরোনামে একক সংগীত পরিবেশিত হয়।
পর্যায়ক্রমে পরিবেশিত হয় স্বরলিপির ‘ও গো জাতির পিতা মহান নেতা শেখ মুজিবুর রহমান’; বিজন চন্দ্র মিস্ত্রীর ‘আমার হৃদয়ে বঙ্গবন্ধু চেতনা নয়নে বাংলাদেশ’; চন্দনা মজুমদারের ‘শুনেছি কানে বজ্রকণ্ঠ দেখেছি মহান নেতা’; সৌমিতা বোসের ‘ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি’; রাজিবের ‘যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো’; পান্থ কানাই এর ‘পদ্মার ঢেউরে’; ঝিলিক এর ‘শোধ করা যাবে সকলের ঋণ, শুধু শোধ করা যাবে না পিতা’; মোমিন বিশ্বাস এর ‘বঙ্গবন্ধু ক্ষমা করো’; নিতু বালার ‘বঙ্গবন্ধুরে আমার প্রাণের বন্ধুরে’; সজীব দাসের ‘স্বপ্ন ছিলো স্বাধীনতার পূরণ করেছে’; সুস্মিতা সাহার ‘একবার তুমি আসিবেই ফিরে এই বাংলার প’রে’; মাটি রহমান এর ‘মুজিব আছেন অন্তরে’; নিগার নাঈম তমার ‘টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো’; কৃষ্ণ গোপাল এর ‘নকশি কাঁথার মাঠ পেরিয়ে’ ; শাহিন এর ‘ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান’; দিতি সরকার এর ‘লোকে বলে বাংলায় যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা’ শিরোনামে একক সংগীত।
রবিউল ইসলাম শান্তর কণ্ঠে ‘মাগো ভাবনা কেনো’ এবং সায়কা নাজিফা বাবন এর কণ্ঠে পরিবেশিত হয় ‘আর একটি বার শেখ মুজিবের জনম দে না মা’ শিরোনামে দুটি শিশু সংগীত।
সংগীতের পাশাপাশি কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। কবি আনিসুল হকের ‘৩২ নম্বর মেঘের ওপারে’ কবিতা আবৃত্তি করেন আশরাফুল আলম; কবি শামসুর রাহমান এর কবিতা ‘যার মাথায় ইতিহাসের জ্যোতির্বলয়’ আবৃত্তি করেন ঝর্ণা সরকার এবং কবি মহাদেব সাহার কবিতা ‘আমি কি বলতে পেরেছিলাম’ আবৃত্তি করেন মজুমদার বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আলমগীর। বাদ্যে যন্ত্রে ছিলেন পার্থ প্রতীম আচার্য , মিঠু, সাঈদ হাসান চন্দন, অনির্বান এবং সুমন।
উল্লেখ্য, প্রতিবছর আগস্ট মাস আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করে। জাতির জনকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে, শোকাবহ এই আগস্ট মাসকে ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপি আয়োজন করে থাকে।