আলামিন আলী:
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসসিয়েশন ফারিয়া সদস্যরা পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে । শিবগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ মাসুম রানার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
দাবিগুলো,১ম দফ, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ।
২য় দফা, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যমঞ্জ রেখে টি.এ/ডি.এ ও অন্যান্য ভাতাদি প্রদান।
৩য় দফা, চাকরির নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধানসহ একটি এ সু-নিদিষ্ট নীতিমালা প্রণয়ন।
৪থ দফা, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান।
৫ম দফা, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটিভোগের বিধান।