করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও একজন সদস্য এসআই(নিঃ)/মোঃ একরামুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত শনিবার ০৬ জুন, ২০২০খ্রিঃ সকাল ১১:৪৮ ঘটিকায় মৃত্যুবরণ করেন । এ নিয়ে বাংলাদশে পুলিশের মোট ১৮ জন গর্বিত সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।
এসআই(নিঃ)/মোঃ একরামুল ইসলাম চট্রগাম জেলার সীতাকুন্ড মডেল থানায় কর্মরত ছিলেন। জ্বর, সর্দি, কাশি ইত্যাদি নানাবিধ সমস্যা নিয়ে তিনি গত ০১/০৬/২০২০খ্রিঃ হতে সীতাকুন্ড থানাধীন নিজ ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ০৬ জুন ২০২০খ্রিঃ নমুনা পরিক্ষার জন্য একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে সীতাকুন্ড মডেল থানা টিম দ্রুত তার বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পায়। তাৎক্ষণিকভাবে তাকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নমুনা পরিক্ষায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানাধীন কাঠালিয়া গ্রামে।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জানিয়েছে।