বাংলাদেশ মুজিব বর্ষ উপলক্ষ্যে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে । রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতির মাধ্যমে যত দ্রুত সম্ভব এ প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। এক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেবে জাপান। সোমবার (৩১ আগস্ট) জাপানী রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শিল্পমন্ত্রী বলেন, প্রয়োজনীয় কিছু এক্সেসরিজ আমদানি করা হবে, তবে চেষ্টা থাকবে যেন বেশিরভাগ পার্টসই দেশে তৈরি করা যায়।
গাড়ি নির্মাণ শিল্পের বিনিয়োগ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে হবে নাকি পুরোটাই সরকারি উদ্যোগে হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শিল্পমন্ত্রী।
নতুন গাড়ির রেজিস্ট্রেশন ফি কমানোসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন জাপানি রাষ্ট্রদূত।
এসব বিষয় বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়ে শিল্পমন্ত্রী বলেন, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ১০ হাজার টাকার মধ্যে আনার ব্যাপারে আলোচনা চলছে।