নতুন পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের সঙ্গে প্রথম বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, ওয়াশিংটন আগামীদিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আজ হাছান মাহমুদের সঙ্গে প্রথম দেখা করেছি। আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ এবং রোহিঙ্গা সমস্যার মত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কীভাবে এক সঙ্গে কাজ করা যায় তা আলোচনা করেছি। আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে (বাংলাদেশের সঙ্গে) ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি