ইতালির উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। কয়েকদিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ শতাধিক মানুষ।
এ অবস্থায় প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা।
করোনাভাইরাসের প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে ইতালির মিলান শহর। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট।
প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে সিসিলিয়া, তুসকানা, পালেরমোসহ আরো বেশ কয়েকটি প্রদেশেও। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিরাও রয়েছে চরম আতঙ্কে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা।
করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে হটলাইন নাম্বার ১৫০০ বা ১১২ তে ফোন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৩১শে জানুয়ারি ইতালিতে দুই চীনা পর্যটকের শরীরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে।