নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) মিয়ানমারের আশ্রয়প্রার্থীদের জন্য সীমান্ত খোলা রাখতে আহবান জানিয়েছেন জাতিসংঘের শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর। একই সঙ্গে রোহিঙ্গাদের এ যাবত কাল আশ্রয় ও সহযোগিতা দেওয়ায় বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্হাটি ।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত শুক্রবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।
এর আগে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ঢাকায় সাংবাদিকদের বলেন মিয়ানমার সীমান্ত মোটামুটি বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ যথেষ্ট লোকের জন্য সীমান্ত খুলেছে। এখন অন্যরা খুললে ভালো। বাংলাদেশ নতুন করে আর কাউকে আশ্রয় দিবে না বলে জানান তিনি। ৭ লক্ষ ৪০ হাজারেরও বেশী রোহিঙ্গা মুসলমানের পর এবার বৌদ্ধরা ও বাংলাদেশ মূখী হওয়ায় নতুন করে ঢলের আসংখা দেখা দিয়েছে।
এদিকে ইউএনএইচসিআরের বরাত দিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেছেন, মিয়ানমার রাখাইন ও সীন রাজ্যে সহিংসতায় অভ্যন্তরিন ভাবে বাস্তুচ্যুতির খবর পাওয়া গেছে।
লোকজন বাংলাদেশে পালাচ্ছে
ইউএনএইচসিআর এ নিয়ে উদ্বিগ্ন।
মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লোকদের চাহিদার ব্যাপারে সমীক্ষা ও প্রয়োজনিয় যোগান দিতে বাংলদেশ কে প্রস্তাব দিয়েছে এ সংস্হা।