ব্যাটিংয়ের শুরু থেকেই সাবধানী শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুনারত্নেকে হারালেও দ্বিতীয় জুটিতে ফের প্রতিরোধ গড়ে তুলেছে লঙ্কানরা। উইকেটে থিতু হয়ে দলকে এগিয়ে নিচ্ছেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। এই জুটি ভাঙার চেষ্টায় বাংলাদেশি বোলাররা। উইকেটের খোঁজে তাসকিন-হাসানরা। সুপারে ফোরের ম্যাচটিতে কলম্বোতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ইনিংসের প্রথম ওভারেই পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে এলবিডব্লিউয়ের সেই সিদ্ধান্ত রিভিউ নিয়ে ভাগ্যক্রমে পরিবর্তন করেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু হাসান মাহমুদ এসেই ব্রেক থ্রুটা এনে দিলেন।
দলীয় ৩৪ রানের মাথায় অবশেষে দিমুথ করুনারত্নের উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের বলে উইকেটের পিছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাবেক এই অধিনায়ক। বিদায়ের আগে ১৭ বলে ১৮ রান করেন এই ব্যাটার। বাংলাদেশ পায় ম্যাচের প্রথম সাফল্য। এর পর আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বাঁচা-মরার। প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে আসরে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের সামনে। এমন ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে এসেছেন নাসুম আহমেদ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম