প্রদীপ কুমার দেবনাথ, নিউজ ডেক্সঃ
সারাবিশ্ব এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত। কেননা আর মাত্র তিনদিন পর শুরু ৩০ শে মে বৃহস্পতিবার থেকে শুরু হবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
দশ দলের বিশ্বকাপে সবাই নিজেদের মধ্যে চুল-ছেঁড়া বিচার বিশ্লেষণ করছে প্রতিপক্ষ টিমদের নিয়ে।
প্রত্যেকেই কৌশল তৈরি করছে যে যার মতো। গতবারের চ্যাম্পিয়ন দল, রানার্সআপ সহ সকল দলের প্রস্তুতি সম্পন্ন। কেউই প্রতিপক্ষকে দুর্বল ভাবছেন না ।
তবে, সকলের কৌশলের মধ্যে একটি নাম তাদের বারবারই আতঙ্কিত করে তুলে। সেই নামটি আর কারও নয়, সে দলটি গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা – “বাংলাদেশ”। সাম্প্রতিক পারফরম্যান্স, টিম কম্বিনেশন ও স্পিরিট দেখে যে কেউ সমীহ করবে এটাই স্বাভাবিক। কিন্তু এবার ত্রিদেশীয় সিরিজে যেভাবে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী ক্রিকেট টিমকে তুলোধুনো করে ধরাশায়ী করলো বাংলাদেশ তাতে হাইকোয়ালিটি সম্পন্ন ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার কপালে ভাজ পড়েছে।
বাংলাদেশকে মোকাবিলায় ছক কষছে প্রত্যেকেই।উল্লেখ্য ২ জুন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে।
সবশেষে শুভকামনা থাকবে প্রিয় বাংলাদেশের জন্য। অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশীরা যে আমাদের বীর বাঙ্গালি টাইগাররা একটির পর একটি জয় উপহার দিয়ে আমাদের আনন্দের খোরাক এনে দিবে।