টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাওয়াশের স্বাদ পেল সফরকারী জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ১২০ রানের টার্গেট দেয় শন উইলিয়ামসন বাহিনী। ওপেনার লিটন দাসের অপরাজিত ফিফটিতে ১ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী।
দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬৬ রানের ইনিংস খেলেন লিটন দাস। অন্যদিকে, তামিমের পরিবর্তে একাদশে সুযোগ পায় নাঈম শেখ। যদিও ৩৪ বলে ৩৩ রানের বেশি করত পারেনিনি এই বাঁ-হাতি ব্যাটসম্যান। শেষ দিকে সৌম্য সরকারের অপরাজিত ১৬ বলে ২০ রানের ভর করে ১৫.৫ ওভারে সহজ জয় তুলে নেয় টিম বাংলাদেশ। অন্যদিকে, জিম্বাবুয়ের হয়ে বাংলাদেশের একমাত্র উইকেটটি নেন পেসার ক্রিস এমফুপু।
এর আগে, বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। যেখানে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়েকে ১১৯ রানে বেধে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
স্কোর:
বাংলাদেশ ১২০/১
লিটন দাস ৬০* (৪৫)
নাঈম শেখ ৩৩ (৩৪)
সৌম্য সরকার ২০* (১৬)
বাংলাদেশ ১২০/১
লিটন দাস ৬০* (৪৫)
নাঈম শেখ ৩৩ (৩৪)
সৌম্য সরকার ২০* (১৬)
বোলার:
ওয়েসলে মাধেভেরে ৩-০-১২-০
ক্রিস এমপুফু ৩.৫-০-২৭-১
কার্ল মুম্বা ৩-০-২৬-০
টিশুমা ১-০-১০-০
শন উইলিয়ামন ৩-০-১৬-০
সিকান্দা রাজা ২-০-১৮-০।
ওয়েসলে মাধেভেরে ৩-০-১২-০
ক্রিস এমপুফু ৩.৫-০-২৭-১
কার্ল মুম্বা ৩-০-২৬-০
টিশুমা ১-০-১০-০
শন উইলিয়ামন ৩-০-১৬-০
সিকান্দা রাজা ২-০-১৮-০।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।