নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) ‘বসন্ত আজ আসলো ধরায়,ফুল ফুটেছে বনে বনে’ কাজী নজরুল ইসলামের কবিতার মতই সুনামগন্জের শিমুল বাগানে টকটকে লাল শিমুল ফুলের রক্তিম আভা। ফাল্গুন চলে এলেও ফুল ফুটতে শুরু করেছে অনেক আগেই।
মনোহর এই শিমুল বাগানে ঘুরে আসার উপায় ।
২০০২ সালে বাদা ঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন নিজের প্রায় ২ হাজার ৪০০ শতক জমিতে শিমুল গাছ রোপনের উদ্যেগ নেন। তিনি প্রায় তিন হাজার শিমুল গাছ রোপন করেছেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। শিমুল বাগানের সাথে লেবুর বাগান ও গড়ে উঠেছে।
যাদুকাটা নদীর তীরে ঘেষে গড়ে ওঠা এই শিমুল বাগানই দেশের সবচেয়ে বড় শিমুল বাগান।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরো এলাকা জুড়ে টকটকে লাল শিমুল ফুল দেখা যায়। পুরো এলাকায় যেন রক্তিম আভা। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী এপারে শিমুল বাগান।
সব মিলিয়ে গড়ে উঠেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। লাল পাপড়ি মেলে থাকা রক্তিম আভায় যেন পর্যটকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে । ফাল্গুন আসার শুরু হতে এখানে আসতে থাকে দেশ-বিদেশ হতে আসা পর্যটকরা ।
তাই হাতে সময় থাকলে আপনি ও আপনার পরিবার সহ ঘুরে আসতে পারেন সুনামগঞ্জের শিমুল বাগান হতে ।