সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দিন ব্যাপী নানা কর্মসূচী ও অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয়। পরবর্তীতে সকাল ৮:০০ ঘটিকায়, আমতলী উপজেলা কমপ্লেক্সে প্রাঙ্গণে শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আশরাফুল আলম এবং সহকারী ভূমি তারক হাসান, আমতলী থানা ইনচার্জ আরিফুল ইসলাম।
এরপর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,বাংলাদেশ পুলিশ আমতলী থানা,ফায়ার সার্ভিস আমতলী, এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমতলী উপজেলা শাখা, ছাত্র প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমতলী উপজেলা শাখা, গণধিকার পরিষদ আমতলী, আইনজীবী সমিতি, আমতলী প্রেসক্লাব, আমতলী রিপোর্টার্স ইউনিটি, আমতলী সাংবাদিক ইউনিয়ন, আমতলী প্রেস ফোরাম, আমতলী অনলাইন টিভি সহ সকল সামাজিক সংগঠন ও স্বতঃস্ফূর্ত জনগণ শ্রদ্ধা জানান।
সবশেষে পতাকা মঞ্চে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের এবং প্যারেডর মাধ্যমে গ্রাউন্ড কাভারেজ অনুষ্ঠান শেষ হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা ভূমি সরকারি কমিশনার তারেক হাসান, অফিসার ইচার্জ আরিফুল ইসলাম আমতলী থানা, এবং জাতীয়তাবাদী দল আমতলী উপজেলা শাখার সকল রাজনৈতিক নেতা ও কর্মীবৃন্দ, শিক্ষক সাংবাদিক পেশাজীবী, ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগন।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:১২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি