আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বন্যা কবলিত এলাকা থেকে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার সময় পাকিস্তানে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার (আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক দ্য ডন।
প্রতিবেদনে জানা যায়, গতকাল সোমবার (২৯ আগস্ট) পাকিস্তানের সিন্ধু প্রদেশে ফুলে-ফেঁপে ওঠা সিন্ধু নদীতে বন্যার্তদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। সিন্ধু প্রদেশের সেহওয়ান শহরের বিলাওয়ালপুর গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়। এতে প্রায় ২৫ জন আরোহী ছিলেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ছোট নৌকাটি তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক বহন করছিল যার কারনেই এই দূর্ঘটনা ঘটে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ চার ব্যক্তির সন্ধানে তল্লাশি অব্যাহত ছিল। নিখোঁজ সবাই মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে। নিহতরা সবাই তালতী ইউনিয়ন পরিষদের অন্তর্গত বিলাওয়ালপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জেলা প্রশাসক জানায়, ঘটনার খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। পরে জেলা প্রশাসন, পুলিশ ও পাকিস্তান নৌবাহিনীর কর্মীরাও অভিযানে যোগ দেন। জীবিত উদ্ধার হওয়া মানুষদের চিকিৎসার জন্য সেহওয়ানের সৈয়দ আবদুল্লাহ শাহ ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহে ভয়াবহ এই বন্যার কারণে পাকিস্তানে মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে। দেশটিতে এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এর কারণে বন্যা ও ভূমিধসের ফলে দেশজুড়ে বাস্তুচ্যুতি ও ক্ষয়ক্ষতির ঘটনাও বাড়ছে।