অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্যা উপদ্রুত এলাকায় ৫ শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,আলু ও শিশু খাদ্য সুজি, চিনি, শেমাই, বিস্কুট, নুডুলস ত্রাণ হিসাবে বিতরণ করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।
শুক্রবার সকালে উপজেলার শিমুলবাড়ী ও ভাঙ্গামোড় ইউনিয়নের বন্যা কবলিত খোঁচাবাড়ী, যতিন্দ্র নারায়ণ ও সোনাইকাজী এলাকার প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, ১ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট নুডুলস, ১ প্যাকেট শেমাই ও সুজি বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
এ সময় উপজেলা ত্রাণ,পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।