মহামারি করোনা ভাইরাসের কারনে বেশ কিছুদিন যাবত বেশ কিছু ব্যবসায়িক খাত বন্ধ থাকলেও আস্তে আস্তে সব খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখনও বন্ধ আছে দেশের সিনেমা হলগুলো। এই অবস্থায় সিনেমা হল মালিকরা সরকারি সহায়তা না পেলে বন্ধ হতে পারে দেশের বেশ কিছু সিনেমা হল। এতে করে বন্ধ হতে পারে দেশের অন্যতম জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্সও, বুধাবার সাংবাদিক দের এমনটিই জানান স্টার সিনেপ্লেক্স এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। তিনি সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৫টি দাবি তুলে ধরেন।
দাবি সমূহ:
১. নগরবাসীর বিনোদনের জন্য সাস্থবিধি মেনে অনতিবিলম্বে সিনেমা হল সমূহ খুলে দেয়া হোক।
২. জরুরি আর্থিক সহায়তা কিংবা প্রণোদনা তহবিল ঘোষনা।
৩. সিনেমা হলের টিকেটের উপর সকল ধরনের মূসক ও কর মওকুফের সুযোগ প্রদান।
৪. সুদবিহিন ঋনপ্রদানের অনুমোদন।
৫. উপমহাদেশের ভাষার চলচিত্রসমূহ শর্তহীন ভাবে আমদানির অনুমতি প্রদান করতে হবে।
শপিংমল মালিকদের কাছে রুহেল বলেন,” করোনাকালীন পরিস্থিতে স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখা বিভিন্ন শপিংমলে ভাড়ায় পরিচালিত হয়। এই করোনাকালীন সময়ে শপিংমল কর্তৃপক্ষের কাছে ভাড়া মওকুফ করা ও অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়ার অনুরোধ করছি।সর্বশেষ প্রযোজক সমিতির কাছে অনুরোধ করে বলেন, সেন্সর পাওয়া সিনেমাগুলো মুক্তি দেয়ার ব্যবস্থা করতে হবে। শুধু সিনেমা হল খুললেই হবে না নতুন ছবি মুক্তি না পেলে দর্শক হলে আসবে না।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি