তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মীঃ মৌলভীবাজার জে’লার জুড়ী ও বড়লেখা আসনের স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির কাবিটা বিশেষ প্রকল্পের বরাদ্দে পাল্টে যাচ্ছে গ্রামীণ দৃশ্যপট। গ্রামীণ মানুষের জীবনযাত্রায় এসেছে নানা পরিবর্তন। সহ’জে ফসল সংগ্রহের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে না স্থানীয় কৃষকদের।
সরেজমিনে এ প্রকল্পটি পরিদর্শনে গেলে স্থানীয়রা আরোও জানান, রাস্তা না থাকায় আশেপাশে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল প্রায় বিচ্ছিন্ন। বর্ষাকালে নৌকা ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারত না। এছাড়া গ্রীষ্মকালেও মানুষের যাতায়াতের কোনো রাস্তা ছিল না। রাস্তা না থাকায় গ্রামগুলোর কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারতনা। বর্তমানে রাস্তা নির্মাণের ফলে কৃষকরা সহ’জেই যেমনি তাদের ধান সংগ্রহ করতে পারবে তেমনি সহ’জেই এলাকার লোকজন যাতায়াত করতে পারবে। রাস্তা নির্মাণ ও খাল খননের জন্য এলাকাবাসী পরিবেশমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এলাকার বাসিন্দারা বলেন, রাস্তা নির্মাণের ফলে আম’রা এলাকাবাসী অনেক উপকৃত হয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয় কে আম’রা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।উপজে’লা প্রকল্প বাস্তবায়ন অফিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রীর কাবিটা বিশেষ প্রকল্পের আওতায় দু’র্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ২০২০/২০২১ অর্থবছরে উপজে’লার জায়ফরনগর ইউনিয়নের দিগলবাক সহ কয়েকটি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া চিরাইয়া খাল খনন প্রকল্প সাড়ে ৪ লক্ষ টাকা ব্যায়ে প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের আওতায় খালের দুই পাশে ৩৬০০ ফুট রাস্তা নির্মাণ ও খাল খনন হওয়ায় আশেপাশের কয়েকটি গ্রামের জনসাধারণের যোগাযোগ ও কৃষি ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এক নতুন মাত্রা।
এছাড়াও কৃষকদের সুবিধার্থে পানি নিষ্কাশনের জন্য চিরাইয়া খাল থেকে আরোও ৫০০ ফুট ছোট একটি খাল খনন করায় হাজার হাজার কৃষকের ফসল উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ বদরুল ইস’লাম বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা নির্মাণের। পরিবেশমন্ত্রীর বিশেষ বরাদ্দে রাস্তা নির্মাণ ও খাল খননের ফলে হাজার হাজার কৃষক সহ সাধারন জনগণ উপকৃত হবে। এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় কে ধন্যবাদ জানাই।
উপজে’লা প্রকল্প বাস্তবায়ন কর্মক’র্তা মোঃ ওম’র ফারুক বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার জনগণ ও সাধারণ কৃষকরা বেশ উপকৃত হবে। আমি নিজে নিয়মিত প্রকল্পটি পরিদর্শন করে কাজের মানের ব্যাপারে খোঁজখবর রাখছি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালিক বলেন,এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার হাজার হাজার কৃষক সহ সাধারন মানুষ উপকৃত হবে।