স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
মঙ্গলবার (১ ডিসেম্বর) ট্রাফিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের বিশেষ এই ক্যামেরা প্রদান করা হয়। সিলেটে প্রথমবারের মতো এই ক্যামেরা পেলেন এসএমপির ১০ ট্রাফিক সার্জন। প্রযুক্তিগতভাবে আরেক ধাপ এগিয়ে গেল সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা ফেরানো, কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন এবং দক্ষতা ও সমন্বয় বাড়াতে এসএমপির ট্রাফিক পুলিশে এবার যুক্ত হলো ‘বডি ওর্ন ক্যামেরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে ট্রাফিক পক্ষ ২০২০ উদ্বোধন শেষে সার্জনদের গায়ে এই ক্যামেরা সংযুক্ত করেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যা তাহের জানান, ট্রাফিক সিগন্যাল অমান্যকারী যানবাহন ও চালক শনাক্ত, দুর্ঘটনা রোধ, কর্মরত ট্রাফিক পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন এবং ট্রাফিক পুলিশের সমন্বয় বাড়াতে সড়কে দায়িত্বরত পুলিশের অনিয়ম প্রতিরোধ ও তল্লাশি কার্যক্রম পর্যবেক্ষণে দেশে ২০১৪ সাল থেকে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়। সিলেটে প্রথমবারের মতো এই ক্যামেরা ১০ ট্রাফিক সার্জনের শরীরে লাগিয়ে দেয়া হয়েছে।
বডি ওর্ন ক্যামেরা সার্জনদের গায়ে পরিয়ে দিয়ে এসএমপি কমিশনার নিশারুল আরিফ বলেন, ‘এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আমি আশাবাদী। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে কর্মক্ষেত্রে সরাসরি সার্জনের কার্যক্রম মনিটর করা যাবে। এতে ট্রাফিক পুলিশের সেবার মান বাড়বে; সাধারণ জনগণ উপকৃত হবেন।’
তিনি বলেন, প্রাথমিকভাবে এসএমপির ১০ জন ট্রাফিক সার্জনকে এ ক্যামেরা দেয়া হয়েছে। ট্রাফিক পুলিশের উন্নয়নের আরও বেশকিছু উদ্যোগ নেয়া হবে।
আজ মঙ্গলবার ছিল ট্রাফিক পক্ষের উদ্বোধনী দিন। দিবসটি উপলক্ষে এসএমপির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এসএমপির ট্রাফিক বিভাগের ‘ট্রাফিক পক্ষ ২০২০’ উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।