গভীর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া দু’টি লাইটারেজ জাহাজের ২১ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌ এবং বিমান বাহিনী। বুধবার (০৭ আগস্ট) বিকেলে সাগরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তবে দু’জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।
বিমান বাহিনীর পাইলট ক্যাপ্টেন এম এ মতিন বলেন, আমরা যখন গিয়েছি, দেখি জাহাজের ছাদের ওপর জড়ো হয়ে তারা বসে আছেন।
সিমেন্ট ক্লিংকারবাহী ২টি লাইটারেজ জাহাজ ডুবির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় নৌ বাহিনীর তিনটি জাহাজ। এসময় তারা ১০ জনকে উদ্ধার করে। মূলত জাহাজ ডুবে যাওয়ার আগেই প্রাণ বাঁচাতে তারা সাগরে ঝাঁপিয়ে পড়েছিল। পরে রাতে তাদের নৌ বাহিনীর জাহাজ দূর্জয় করে পতেঙ্গা নৌ ঘাঁটিতে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ১০ জনকে নেভী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পতেঙ্গা নৌ ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন রাশেদ সাত্তার বলেন, উদ্ধারদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সেরকম ভয় পাওয়ার কিছু নেই।
বৈরী আবহাওয়ার কবলে পড়ে টিটু ১৮ এবং টিটু ১৯ নামের সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ ২ টি ডুবে গিয়েছিলো। এতে মোট ২৩ জন নাবিক ছিলেন।