গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরেকটি জলহস্তী শাবকের জন্ম হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। নতুন সদস্যসহ পার্কের সাফারি কিংডমের ভেতর জলহস্তীর বসতিতে এখন সদস্য সংখ্যা ৩।
সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পুরুষ জলহস্তী সবসময় শাবকের প্রতি হিংসুটে থাকে। আক্রমণ করে। ফলে বাচ্চার জন্ম হলেও সেগুলো শেষ পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ।
সাফারি পার্কের ভেতর জলহস্তী থাকার বিশাল লেকের পাড়ে সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, পানিতে মায়ের সাথে অবস্থান করছে সদ্যজাত শাবকটি। খাবার দেয়া হলে মা বাচ্চাটিকে নিরাপদে রেখে এসে খাবার খেয়ে আবার পানিতে নেমে যাচ্ছে। এদিকে সদ্যজাত শাবকের কথা চিন্তা করে জলহস্তীদের খাবারের পরিমাণ বাড়িয়েছে পার্ক কর্তৃপক্ষ। খাবারে যোগ করা হয়েছে নতুন উপাদান।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মোঃ আনিসুর রহমান জানান, জলহস্তী দশ মাস ধরে গর্ভধারণ করে। এরা ২০ থেকে ২৫ বছর বাঁচে। সংরক্ষিত জায়গায় আরও বেশি সময় বাঁচার নজির আছে। জলহস্তী তৃণভোজী। একবার ডুব দিয়ে পানির নিচে এরা ৫ মিনিটের বেশি সময় থাকতে পারে। এদের বসতি মূলত দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বনাঞ্চল। পার্কের প্রতিষ্ঠাকালে দুটি জলহস্তী দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা হয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, সাফারি পার্কে এটি জলহস্তীর তৃতীয়বারের মতো বাচ্চা দেয়ার ঘটনা। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে দুটি জলহস্তী শাবকের জন্ম হয়েছিল।