বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) রাতে শহরের মামারবাড়ি রেস্টুরেন্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ মতবিনিময় সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নির্মল কান্তি দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল জলিল শাহীন এর উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার, সহসভাপতি সৈয়দ সুয়েব আহমেদ, সহসভাপতি এডভোকেট মীর্জা ছায়েফ উদ্দিন বেগ, সহসভাপতি বদরুল ইসলাম, সহসভাপতি লক্ষী কান্ত দেব, সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জগদীশ দাশ, সাংগঠনিক সম্পাদক কপিল দেব, দপ্তর সম্পাদক এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস, তাপস দে, আমিনুল হক, শামীম মিয়া প্রমুখ।
এছাড়াও সংঘঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ মতবিনিময় সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ফ্রী-মেডিকেল ক্যাম্প এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দলের সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে ফ্রী-মেডিকেল ক্যাম্প ও সাংগঠনিক বিষয়াদী তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় ফ্রী-মেডিকেল ক্যাম্প ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে এ বিশেষ সভার আয়োজন করা হয়েছে বলে জানান, সাংগঠনিক সম্পাদক কপিল দেব।
*** আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:০০ | রবিবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি