জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার জন্য এফডিসির সামনে জমায়েত হয়ে আজ প্রতিবাদ জানিয়েছে দেশের চলচ্চিত্রকর্মীরা।
আজ রোববার (৬ ডিসেম্বর) বিএফডিসির প্রধান ফটকের সামনের রাস্তায় জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে চলচ্চিত্র পরিবার।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের নেতৃত্বে এই মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবগুলো সংগঠনের নেতাকর্মীরা।
মুশফিকুর রহমান গুলজার বলেন, এই ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যার হাত ধরে দেশে স্বাধীনতা এসেছে, যিনি বাংলাদেশের স্বপতি তার ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত। যারা এই কাজ করেছে তারা রাজাকার, দেশদ্রোহী। ওইসব দেশবিরোধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
প্রসঙ্গত, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে কোনো একজনের নির্দেশে। এই ভাঙার সঙ্গে যুক্ত ইউসুফ, আবু বকর, ইবনে মাসুদ ও নাহিদ নামের ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে স্থানীয় ইবনে মাসুদ মাদরাসার ছাত্র।