সাবিক ওমর সবুজ, বগুড়াঃ বগুড়া শাজাহানপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হোসেন কে গত (১৩ জুন) সোমবার রাত ২.০০ ঘটিকায় গ্রেফতার করেছে শাজাহানপুর পুলিশ। ইয়াবা ব্যবসায়ী হোসেন আলী সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আঃ আজিজ জায়দারের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায়, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আঃ রউফ এর তত্ত্বাবধানে এস আই শামীম হাসান, পি এস আই জামিল হাসান, পি এস আই মোস্তাফিজ, এএসআই শামীম হোসেন সংগীয় ফোর্স সহ স্থানীয়দের নিয়ে হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ীর বারান্দা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় হোসেন আলীর নিকট হতে ইয়াবা ট্যাবলেট বিক্রির কাজে সহায়ক একটি স্যামসাং স্মার্টফোন ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, হোসেন আলী পুরাতন ইয়াবা ব্যবসায়ী। সে ইয়াবা ক্রয়ের জন্য সরাসরি কক্সবাজার চলে যায়। ইয়াবা নিয়ে এসে বগুড়া বিভিন্ন থানা এলাকায় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। তার নির্দিষ্ট কোন পেশা নাই। একমাত্র ইয়াবা বিক্রি করেই সে স্বচ্ছলভাবে জীবন যাপন করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হোসেন আলীকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার নামে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।
এলাকাবাসী হোসেন আলীকে ইয়াবাসহ গ্রেফতারের জন্য শাজাহানপুর থানা পুলিশকে ধন্যবাদ জানায়।