বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার ওরফে আনোয়ার মাস্টারের চশমা মার্কার পক্ষে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্যাপক শোডাউন হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার রানীরহাট থেকে এ শোডাউন হয়।
সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যানপ্রার্থী আনোয়ার শত শত কর্মী, সমর্থক ও ভোটার মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি সহ অন্য যানবাহন নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তায় চশমা মার্কায় ভোট চেয়ে মিছিল করেন। এ সময় প্রতিটি এলাকায় ‘আল্লাহু আকবার’ ও চশমা স্লোগানে প্রকম্পিত হয়। রাস্তার পাশে, বাড়ির উঠানে দাঁড়িয়ে মিছিলকে স্বাগত জানান নারী-পুরুষসহ সব বয়সী মানুষ। মিছিলের অগ্রভাগে ভোটারসহ সর্বস্তরের মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী আনোয়ার মাস্টার।
মিছিলের মাঝে শাবরুল বাজার মসজিদে আছর নামাজ পরে মাঠে সমাবেশ করেন ও জনসাধারণের উদ্দেশ্য ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২ নভেম্বর চশমা প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
এরপর আবারো শোডাউন শুরু হলে,ইউনিয়নের নন্দুকুল এলাকায় কিছু সন্ত্রাস বাঁধা দেই, মাইক ও মোটরসাইকে ভাংচুর করেন।
হামলা সম্পর্কে জানতে চাওয়া হলে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন,আমরা সুষ্ঠ ও সুন্দর ভাবে শোডাউন করছিলাম,এর একেবারে শেষের দিকে আনুমানিক ৫.৩০ মিনিটে নুন্দুকুল এলাকায় কে বা কারা আমাদেরকে বিশৃঙ্খলা হট্টগোল করার চেষ্টা করেছিলো,কিন্তু আমাদের কর্মীরা অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করেছে,শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি,আমরা ঘটনাটি প্রশাসনকে জানিয়েছি,তারা আমাদেরকে সহযোগিতা করেছে।
সুষ্ঠ শোডাউনে এমন ঘটনার ইউনিয়নে সাধারণ লোকজনের মাঝে ব্যপক সমালোচনা শুরু হয়েছে,যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি এলাকার সাধারণ লোকজন তীব্র নিন্দা জানিয়েছে।