বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বেগম খালেদা জিয়াকে কটূক্তি, হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা ছাত্রদল।
গত (২৯মে) রবিবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় মাঝিড়া বাইপাস এলাকা থেকে শুরু হয়ে মাঝিড়া বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচি সমাবেশে উপস্থিত ছিলেন,শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, সাধারণ সম্পাদক- মেহেদি হাসান অভ্র, সিনিঃ সহ-সভাপতি- মাশফিকুর রহমান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক ইবনে সাউদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান অভ্র বলেন, “সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানান।সরকারকে সুষ্ঠ নির্বাচনের জন্য অবিলম্বে পদত্যাগ করে তত্বাবোধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য আহবান জানাই”।
শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন বলেন,”দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে লাভ হবে না। কেননা তিনি জীবনের মায়া ত্যাগ করে ওয়ার্ড এ্যালিফেনের সময় দেশেই অবস্থান করেছেন,বিদেশে যাননি।আমাদের ওপর হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবেনা।দেখতে চাই ছাত্রলীগ আমাদের ওপর কত হামলা করতে পারে।আমরা আঘাত সহ্য করে হলেও রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। সরকারের পতন ঘটিয়েই ছাত্রদল ঘরে ফিরবে।গুলি দিয়ে হামলা করে মামলা দিয়ে ছাত্রদলকে আটকানো যাবেনা”।
পরিশেষে, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও নেতাকর্মীদেরকে সর্বদা রাজপথে থাকার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষনা করেন।