বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বগুড়ায় বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব গনমাধ্যমে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে রিপু পলাতক ছিলেন। তবে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। র্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে গ্রেফতারের পর নেত্রকোনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। এরই মধ্যে তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। রিপুর বিরুদ্ধে থাকা প্রতিটি মামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর)আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এ সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপরই পরিবারসহ আত্মগোপনে চলে যান তিনি।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি