বগুড়ায় তৃষ্ণার্তদের মাঝে আখের রস, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।
২৫ এপ্রিল বুধবার বেলা ১১.০০ ঘটিকায় বিভিন্ন উপজেলার জনবান্ধব এলাকায় চলমান তীব্র গরমে পিপাসার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি,আখের রস ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও বগুড়া শহর শিবিরের সভাপতি রাকিব হাসান, বগুড়া জেলা পূর্বের সভাপতি আবু সাইদ, সেক্রেটারী জোবায়ের আহম্মেদ, সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য রাকিব হাসান বলেন, বর্তমানে জলবায়ুর পরিবর্তনে আমরা অনেক কষ্টকর সময় পার করছি। অসহনীয় গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা! অতিষ্ঠ জনজীবন। এমন একটি সময়ে ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্বের এমন সময়োপযোগী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সাথে সাথে দেশের স্বাবলম্বী সকল মানুষকে এ সময়ে পথচারী ও শ্রমজীবি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এগুলো শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গের কাজ নয়। আমাদের সবার জায়গা থেকে সমাজের জন্য ভূমিকা পালন করা দরকার।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি