বগুড়ায় ট্রাফিক পুলিশের কনস্টেবল মিলনকে পিটানোর ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাতমাথা এলাকা থেকে ইজিবাইক চালক বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদর উপজেলার চলিতাবাড়ী এলাকার সাইদুল ইসলাম ও তার ছেলে রিমন ওরফে ইমন। শুক্রবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
তিনি জানান বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ট্রাফিক পুলিশের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকায় রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এসময় ইজিবাইক চালক রিমন তার ইজিবাইক রাস্তায় দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠাচ্ছিল। তখন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মিলন গাড়ি রাস্তা থেকে সরিয়ে নিতে বললে চালক রিমন উত্তেজিত হয়ে উঠে এবং তর্ক-বিতর্ক শুরু করে। কথা কাটাকাটির একপর্যায়ে চালক রিমন ও তার বাবা কনস্টেবল মিলনকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। এই ঘটনায় কনস্টেবল মিলনের বাম হাত, বাম কাঁধ ও বাম পায়ের হাটুর নিচে গুরুতর জখম হয়।
এ ঘটনায় লোকজনের সহযোগিতায় চালক রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ। এরপর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম আরো বলেন, এ ঘটনায় গ্রেফতার দুই আসামি বাবা-ছেলেকে আদালতে পাঠানো হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি