স্পোর্টস ডেস্ক /S.H:
ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিোয়নশিপে মোন্যাকোকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিলো প্যারিসিয়ানরা।
সময়টা যদিও বেশি ভালো যাচ্ছিলো না পিএসজির। উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ে পিএসজি তার সাথে ঘরোয়া লিগেও ভালো পারফরম্যান্স করতে পারেনি দলটি। তার সাথে যোগ হয়েছিল ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিোয়নশিপে নেইমারের নিষেধাজ্ঞা। তবে পিএসজি সাপোর্টারদের হতাশ হতে হয়নি, দুর্দান্ত দুটি গোলে টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জিতল পিএসজি। ইকার্দি ও এমবাপ্পে দুজনেই দলের হয়ে দুটি গোল করেছেন। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া ফাইনাল জিতা নিয়ে ভাবনায় ছিল অনেকেই তবে এমবাপ্পির দক্ষতা কাছে খুব বেশি টিকে থাকলো না সেই দুশ্চিন্তা। নৈপুণ্যের সাথে মোনাকোকে হারিয়ে বুধবার ঘরে কাপ তুললেন প্যারিসিয়ানরা। খেলার ১৯ মিনিটে এমবাপ্পি বল বানিয়ে দেয় আর্জেন্টিনা ফরোয়ার্ড মাউরো ইকার্দিকে। এই গোলে এগিয়ে যায় পিএসজি। শিরোপা জিতের লড়াইয়ে মোন্যাকো বারবার আক্রমণ করেছে কিন্তু গোলরক্ষক কেইলর নাভাসের কাছে হার মানতে হয়েছে তাদেরকে। এমবাপ্পে দারুণ এক গোল বারে লেগে ফিরে আাসে ৮০ মিনিটে। তবে পরের মিনিটে সেই দুঃখ ভুলে গোল করেন এমবাপ্পে। এইটি এই মৌসুমে তার ৪৭ তম গোল।