মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-কুমিল্লার হোমনার মুক্ত জীবন ও সেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে আজ সকাল ১০টায় ওয়াই ব্রীজে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক আরিফুল ইসলাম মাসুম এর সঞ্চালনায় এবং আবু সাইদ, আ.আহাদ ইমন,শাহজালাল এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, মাওঃ সিরাজুল ইসলাম বাঁশগাড়ি, মাওঃ মীর মিজানুর রহমান মোহতামিম চরলহনীয়া মাদ্রাসা,হাফেজ মাওঃ আবু বক্কর ছিদ্দিক খতিব রামকৃষ্ণপুর হাইস্কুল মসজিদ,মাওঃ মোতালিব খান মোহতামিম রামপুর এমদাদুল উলুম মাদ্রাসা, মাওঃ আলী আজম মহেব্বী প্রতিষ্ঠাতা পরিচালক হাসান হোসেন( রাঃ) মাদ্রাসা ভুরভুরিয়া, মাওঃ মাইনুদ্দিন খতিব ঝুনারচর পশ্চিম পাড়া জামে মসজিদ,মাওঃশফিকুল ইসলাম মুজাহিদী ভুরভুরিয়া, মাওঃ হাসান চিশতী ভুরভুরিয়া হাইস্কুল মসজিদ, ও শিশু বক্তা মো, শফিকুল ইসলাম প্রমূখ।
এতে অংশগ্রহণ করেন হোমনা বাঞ্ছারামপুরের বিভিন্ন মাদ্রাসা,স্কুল, কলেজের ছাত্র অত্র এলাকার সাধারণ জনগন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ফ্রান্স কর্তৃক বিশ্বনবী সাঃ কে নিয়ে অবমাননার প্রতিবাদে নিন্দা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের দুত কে প্রত্যাহার এবং ফ্রান্সের যাবতীয় পণ্য নিষিদ্ধ করা ও জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও সহ কঠোর কর্মসুচীর হুশিয়ারী উচ্চারণ করেন।