বিভিন্ন দেশের নির্বাচনে ফেসবুককে ব্যবহার করে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে টালমাটাল সামাজিক মাধ্যমটি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর থেকেই একের পর এক ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। তাই ভারতে আসন্ন নির্বাচন পাহারা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের খবরে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ফেসবুকের ভারত ও দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি পরিচালক শিবনাথ থুকরাল বলেছেন, ভারতের নয়াদিল্লিতে ফেসবুক অপারেশন সেন্টার খুলবে। ফেসবুকের প্রধান কার্যালয় মেনলো পার্ক (ক্যালিফোর্নিয়া), ডাবলিন (আয়ারল্যান্ড) এবং সিঙ্গাপুর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে এ পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৪ ঘণ্টা নির্বাচন নজরদারি করা হবে।
এদিকে রোববার (১০ মার্চ) ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সুনীল অরোরা নির্বাচনের তফসিল ঘোষণার সময় বলেন, ফেসবুক, টুটটার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম রাজনৈতিক দলগুলোর বিঞ্জাপন প্রচারের আগে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। এ ছাড়া ভোটের ৪৮ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ ‘সাইলেন্স প্রিয়ড’–এ চলে যাবে।