প্রযুক্তি ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গুগলকে তাদের ব্যবহারকারীদের ওপর নজর রাখায় ২১ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স সরকার। যা বাংলাদেশী মুদ্রায় ২ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার মতো। ‘কুকিস’ ব্যবহারে এ জরিমানা করা হয়েছে। ‘কুকিস’ ব্যবহার করে তাঁরা তাদের ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছিল বলে দাবি করেছে ফ্রান্স সরকার। ফলে গুগল ও ফেসবুক ছাড়াও ইউরোপজুড়ে চাপে পড়েছে অ্যাপল ও আমাজনের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
নতুন জরিমানার মোট অর্থের মধ্যে শুধু গুগলকে গুনতে হবে ১৫ কোটি ইউরো। ফ্রান্সের ইতিহাসে এর আগে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে এত জরিমানা করা হয়নি। ফেসবুকে জরিমানা গুণতে হবে ছয় কোটি ইউরো।
ইন্টারনেট ব্যবহারকারীরা কম্পিউটার বা মুঠোফোন থেকে কোনো ওয়েবসাইটে ঢুকলে এ-সংক্রান্ত কুকিস ওয়েব ব্রাউজারে সংরক্ষিত হয়ে থাকে। এগুলো গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছে বেশ মূল্যবান। কারণ ব্যবহারকারীদের এসব তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপন দিয়ে বিশাল অঙ্কের মুনাফা কামিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এর মধ্য দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জরিমানা নিয়ে সিএনআইএল বলছে, ফ্রান্সে ফেসবুক, গুগল ও ইউটিউব ব্যবহারকারীদের কুকিসের ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ রাখেনি। ফলে একপ্রকার বাধ্যতামূলকভাবেই তা চলে যাচ্ছে প্রতিষ্ঠানগুলোর হাতে। ফেসবুক ও গুগলের এই চর্চা থামাতে তিন মাস সময় দেওয়া হয়েছে। এরপরও আগের পথে হাঁটলে তাদের প্রতিদিনের জন্য ১ লাখ ইউরো জরিমানা দিতে হবে।
ফ্রান্সের এমন কড়া পদক্ষেপের পর অবশ্য কুকিস ব্যবহারের চর্চা বদলের ইঙ্গিত দিয়েছে গুগল। এএফপিকে বিষয়টি নিশ্চিতও করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: এএফপি।