সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হলে বেলা ১১টা ১৫ মিনিটে সড়ক ছেড়ে কারখানার ভেতর চলে যান তারা।
জানা গেছে, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়াও ওভার টাইমসহ নানা বিষয়ে অসঙ্গতি রয়েছে।
শ্রমিক অসন্তোষের খবরে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ঘটনাস্থলে আসেন। সেসময় জাহাঙ্গীর আলম খোকন বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি