বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বাজারে ফের আরেক দফা বাড়তে যাচ্ছে স্বর্ণের দাম। চলতি সপ্তাহেই স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্র। বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে।
বাজুস সুত্রে জানা গেছে, আগামী ২৩ বা ২৪ অক্টোবর স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এ ক্ষেত্রে দেশের বাজারে প্রথমবারের মতো ১ ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার টাকা স্পর্শ করতে পারে।
দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ২৩১ এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হচ্ছে। আর নতুন করে আরেক দফা দাম বাড়লে ভেঙে যাবে অতীতের সব রেকর্ড।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৫ অক্টোবর দেশে বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম প্রতি ভরি এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৪ টাকা করা হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৩৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি