ফের জেগে উঠেছে গুয়াতেমালার ‘ফুয়েগো’ আগ্নেয়গিরি। ওই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে শনি ও রবিবারের অগ্নুৎপাতের জেরে এখনও পর্যন্ত কাউকেই সরিয়ে নিয়ে যাওয়া শুরু করেনি প্রশাসন। তবে স্থানীয় লোকজনকে খাবার, জল, ওষুধ এবং টর্চ নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে, যাতে বিপদ বুঝলেই তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গেছে, আগ্নেয়গিরিটির নাম ফুয়েগো। স্প্যানিশ ভাষায় যার অর্থ হলো আগুন। শনিবার রাত থেকেই লাভা উদগীরণ শুরু করে আগ্নেয়গিরিটি। গলিত পাথর এবং ছাইতে ঢেকে যায় আগ্নেয়গিরিটির ওপর ২ কিলোমিটার উচ্চতা পর্যন্ত আকাশ। বাতাসে ভেসে সেই ছাই প্রবেশ করতে শুরু করে ৩৫ কিলোমিটার দূরে গুয়াতেমালা শহরে। এ ছাড়া মাইলের পর মাইলজুড়ে বাতাসের কারণে ছাই ছড়িয়ে পড়ছে। রানওয়েতে ছাই ছড়িয়ে পড়ায় লা আরোরা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে কয়েকটি ফ্লাইট দিক পাল্টাতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, গড়ে প্রতি চার-পাঁচ বছরে একবার ফুয়েগোতে অগ্ন্যুৎপাত দেখা যায়। সবশেষ ২০১৮ সালে এটিতে অগ্ন্যুৎপাত দেখা দিয়েছিল। এতে ২১৫ জনের প্রাণহানী ঘটেছিল।