বিতর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবিতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নতুন কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা। রোববার (২৬ মে) রাতে হঠাৎ করে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নেন।
ক্ষুব্ধ নেতারা বলেন, বিতর্কিত নেতাদের কমিটি থেকে বাদ দেয়ার জন্য বেশ কয়েকজনকে চিহ্নিত করলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। উল্টো বিতর্কিতদের সঙ্গে নিয়ে আজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিতে যাচ্ছেন বলে জানান তারা।
বিতর্কিতদের নিয়ে ফুল দিলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে বলে দাবি করেন কমিটিতে স্থান না পাওয়া নেতারা। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে কমিটি পুনর্গঠনের দাবি জানান।