ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামর ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে আলম মিয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে। তিনি কােচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট এলাকার সাইদুলের কুঠি গ্রামের দুদু মিয়ার ছেলে। শুক্রবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ আটক ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিক উপজলার অনন্তপুর সীমান্তের ৯৪৬ নম্বর মেইন পিলারের ৫নম্বর সাব পিলার থেকে দুইশ গজ বাংলাদেশের ভিতরে ভেল্লিরতল এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এসময় টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে রাত ১২ টায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সােপর্দ করা হয়।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজ জানান, বিজিবি কর্তৃক আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাসপার্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হয়েছে।