ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫০ বছর পূর্তি দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যুষে শহীদ মিনারের পাদদেশে শ্রদ্ধা নিবেদন শেষে ১মিনিট নিরবতা পালন করা হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও সুমন দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ি সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকালে ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কাব দলের শারীরিক কসরত প্রদর্শন সহ দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় সংবর্ধনা।
দিবসটি উপলক্ষে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়ার উদ্যোগে শিক্ষক শিক্ষার্থীর রেলী ছিটমহলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে।
পরে মাদ্রাসার অফিস কক্ষে ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।