অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ফুলবাড়ী হাসপাতালে বিভিন্ন বয়সের ১৭ জন জ্বরের রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। এছাড়াও প্রত্যেক পরিবারে ১/২ জন করে জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে পল্লীচিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছেন বলে উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হওয়া ১৭ জন জ্বরের রোগীর মধ্যে ৬ জন চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীনরা হলেন, কবির মামুদ এলাকার গোলাম মোস্তফা (৬৫), একই এলাকার সাদিয়া আক্তার শাম্মী (০৫) ,চন্দ্রখানা এলাকার শরিয়ত আলী (৫৫),পানিমাছকুটি এলাকার তুলি খাতুন(১১)।
উপজেলার চন্দ্রখানা গ্রামের কৃষ্ণরঞ্জন রায় জানান, তার মেয়ে চারদিন থেকে জ্বরে আক্রান্ত। ডাক্তারের পরামর্শে বাড়িতেই চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি । শুধু তার মেয়েই নয় আশপাশ প্রায় প্রতিটি পরিবারে কম বেশি ২/১ জন করে জ্বর-সর্দিতে আক্রান্ত বলে তিনি জানান।
বালারহাট বাজারের ঔষধ বিক্রেতা আব্দুল কুদ্দুছ, পল্লী চিকিৎসক ইয়াকুব আলী জানান, বর্তমানে দোকান খুললেই কাস্টমাররা শুধু জ্বর-সর্দির নিতে আসে। ফলে এ জাতীয় ওষুধের সংকট রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুহেনা মোস্তফা কামাল জানান, সারাদেশের মতো এ উপজেলায়ও জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ভয়ের কিছু নেই। কেউ জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে এসে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।