ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে করেছে বন বিভাগ। উদ্ধারকৃত শকুনটি অসুস্থ থাকায় অবমুক্ত না করে সোমবার সন্ধায় কুড়িগ্রাম জেলা বন বিভাগে পাঠানো হয়েছে।
জানাগেছে, সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার আমতলা বাজার সংলগ্ন মাঠে ধান শুকানোর জালে আটকা পড়ে শকুনটি। সেখান থেকে কুটিচন্দ্রখানা এলাকার আহম্মদ আলী নামে এক ব্যক্তি শকুনটিকে উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে যান। শকুন ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ শকুন দেখার জন্য ওই বাড়ীতে ভীড় করে। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা নবীর উদ্দিন শকুনটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগে প্রেরণ করেন।
ওই এলাকার আব্দুল খালেক জানান, ২০ থেকে ২৫ বছর আগে এ এলাকায় কোন গবাদি পশু মারা গেলে ওই পশুর চামড়া ছড়িয়ে পশুটি খোলা মাঠে ফেলে দেয়া হতো। তখন মরা পশুর মাংস খাওয়ার জন্য শকুনের দল আসতো। কিন্তু এখন পরিবেশ দূষণের ভয়ে মরে যাওয়া গবাদি পশু পুতে রাখা হয়। তাই আর শকুনও আগের মতো দেখা যায় না। অনেক বছর পর বিলুপ্ত প্রায় শকুনটি দেখে ভাল লাগল।
ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর উদ্দিন জানান, শকুনটি পাশ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে বলে ধারনা করা হচ্ছে।
কুড়িগ্রাম জেলা বন বিভাগের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তঘেষা ফুলবাড়ী উপজেলা থেকে উদ্ধারকৃত শকুনটি সুস্থ আছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলার সিংরায় শকুনটিকে অবমুক্ত করা হয়।