কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করলে পুলিশ তাকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
সুত্র জানায়, গত রবিবার গভীর রাতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা উপজেলার খলিশাকোটাল সীমান্তে অভিযান চালায়। এসময় সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশ দিয়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আইয়ুব আলী (৪২) নামের এক ব্যক্তি বিজিবির হাতে আটক হন।
আটক আইয়ুব আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করায় সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি