ফুলবাড়ী উপজলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযাদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, বনিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজলা চত্বরে আলাচানা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যাগে পরিষদ চত্বরে ৩ শতাধিক বীর মুক্তিযাদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে এ সময় উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান , প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনর রশীদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৮ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি