কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাঁড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে সারারাত বৃষ্টির মত কুয়াশা পড়ায় পথঘাট, প্রকৃতি ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭ টায় উপজেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
সরকারীভাবে এখন পর্যন্ত কোন শীতবস্ত্র বিতরণ করা হয়নি। এ অবস্থায় শীতবস্ত্রের অভাবে চরম বিপাকে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল, স্বল্পআয়ের শ্রমজীবী মানুষ। গত দুইদিন সুর্যের দেখা না মেলায় তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে অনেককেই কাজের সন্ধানে বের হতে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, এখন পর্যন্ত সরকারি ভাবে কোন কম্বল বিতরণ করা হয়নি। তবে পাঁচ হাজার কম্বল চেয়ে চাহিদা পত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই বিতরণ করা হবে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ১৫ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১২-১৬ ডিগ্রী সেলসিয়াস উঠা-নামা করছে। এ মাসের মাঝামাঝি নাগাদ শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৭ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি